লিঙ্কন, ২৪ ফেব্রুয়ারি- দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতেও দ্বিতীয় দিন দারুণ শুরু করে বাংলাদেশ। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। বৃষ্টি বাঁধায় শেষ পর্যন্ত ম্যাচটি ড্রয়ের দিকে গড়ালো। লিংকনে রবিবার প্রায় দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র ঘোষণা করেন ম্যাচ রেফারি। আজ বাংলাদেশের দেওয়া ৪১১ রানের বিপরীতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড একাদশ। দিনের প্রথম সেশনের ১২ ওভারেই স্বাগতিকদের দুই উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে সফরকারীরা। ইনিংসের শুরুতেই স্বাগতিক ওপেনার জেজেএনপি ভুলাকে শূন্য রানে বিদায় করেন মোস্তাফিজুর রহমান। একাদশ ওভারে দুর্দান্ত খেলা আন্দ্রে ফ্লেচারকে ফেরাস এবাদত। ফেরার আগে ৩২ বলে ৪৩ রান করেন এই ওপেনার। ১২ ওভার শেষে ম্যাচটিতে বৃষ্টি হানা দেয়। দীর্ঘসময় অপেক্ষার পর ম্যাচটি ড্র ঘোষণা হয়। ১২ ওভারে ২ উইকেট হারিয়ে কিউই একাদশের সংগ্রহ ছিল ৫৭ রান। এর আগে টসে জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ৪১১ রানের বিশাল সংগ্রহ গড়ে সফরকারী বাংলাদেশ। দলের হয়ে প্রায় সব ব্যাটসম্যানই গিয়েছেন দুই অংকের ঘরে। সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেছেন শাদমান ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন লিটন কুমার দাস। ৫৯ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৯৬.১ ওভারে ৪১১ (তামিম ৪৫, সাদমান ৬৭, মুমিনুল ২০, লিটন ৬২ (রিটায়ার্ড), সৌম্য ৪১ (রিটায়ার্ড), মাহমুদউল্লাহ ৫৯ (রিটায়ার্ড), মিরাজ ৫১ (রিটায়ার্ড),তাইজুল ১৪, নাঈম ১২, আবু জায়েদ ২৩, খালেদ ০*; কোবার্ন ২/৯২) নিউজিল্যান্ড একাদশঃ ১২ ওভারে ৫৭/২ (ফ্লেচার ৪৩, ভুলা ০, পপলি ১২*, ম্যাকক্লুর০* ; মুস্তাফিজ ১/৯, এবাদত ১/৪) আর/১১:১৪/২৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2U53ceL
February 24, 2019 at 08:49PM
24 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top