কোচবিহার, ২৮ ফেব্রুয়ারি ঃ কোচবিহার জেলার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরের সব কাজের তদারকি করবে বিশেষ কমিটি। বুধবার কোচবিহার জেলাপরিষদে এই কমিটি গঠন করা হয়েছে। এমনকি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির কোনো কাজ নিযে অভিযোগ থাকলে তা লিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার ক্ষমতাও থাকছে এই কমিটির।
এদিন জেলাপরিষদের মিটিং হলে অর্থ স্থায়ী সমিতির বৈঠক হয়। বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কাজকর্ম তদারকির জন্য কমিটি গঠন। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বেশকিছু সরকারি প্রকল্পের নিম্নমানের কাজ নিয়ে মাঝেমধ্যেই অভিযোগ ওঠে। এবার থেকে সেই কাজ যাতে ঠিকভাবে সময়মতো শেষ করার পাশাপাশি যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা হয়, সেজন্যই রাজ্যের পঞ্চায়েত আইন মেনে এই কমিটি গড়া হয়েছে।
এই কমিটিতে জেলাপরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতির পাশাপাশি ৯ জন কর্মাধ্যক্ষ এবং ৩ জন আধিকারিক থাকছেন। তাঁরা ওই দুটি স্তরের সব কাজ দেখবেন। এদিনের বৈঠকে জেলাপরিষদের বিভিন্ন কাজের অ্যাকশন প্ল্যান অনুমোদন করা হয। জেলাপরিষদের কর্মী নিয়োগের কমিটিতে পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল জলিল আহমেদ ও মৎস্য় কর্মাধ্যক্ষ জগদীশ বর্মনকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে জেলাপরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন বলেন, এদিন জেলাপরিষদে অর্থ স্থায়ী সমিতির বৈঠক ছিল। বৈঠকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কাজকর্ম দেখার জন্য তদারকি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সব সরকারি প্রকল্প খতিয়ে দেখার পাশাপাশি প্রযোজনে সিদ্ধান্ত নেবে। এদিনের বৈঠকে সভাধিপতি উমাকান্ত বর্মন, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) রামকৃষ্ণ মালি সহ অন্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, এদিন জেলাপরিষদে টেন্ডার কমিটির বৈঠক হয়। এই বৈঠকে সবমিলিযে ৫ কোটি ৫৩ লক্ষ টাকার টেন্ডার সম্পন্ন হয়েছে। সবমিলিযে ১৪টি প্রকল্প রয়েছে। এর মধ্যে ১৩টি রাস্তা এবং একটি জলপ্রকল্প। শীঘ্র ওযার্কঅর্ডার দেওয়র সিদ্ধান্ত এদিনের বৈঠকে নেওযা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2H701zk
February 28, 2019 at 03:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন