কোরক হোমের ভবন সম্প্রসারণের সিদ্ধান্ত

জলপাইগুড়ি, ২৮ ফেব্রুয়ারি ঃ পরিকাঠামো অনুসারে আবাসিকের সংখ্যা বেশি। এই সমস্যা সমাধানে কোরক হোমের ভবন সম্প্রসারণের কাজ শুরু করা হচ্ছে। সম্প্রতি হোমে একটি নতুন ভবন তৈরি করা হয়েছে। এবার ওই ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলা তৈরি করা হবে। এজন্য রাজ্যের সমাজকল্যাণ দপ্তর এবং সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্প থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্পের প্রায় ৮৭ লক্ষ টাকা রয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।

এদিকে, কোরক হোমের তরফে জানানো হয়েছে, নতুন ভবনটিতে যাবতীয় আধুনিক পরিকাঠামো রয়েছে। ঠিক একইভাবে দ্বিতীয় এবং তৃতীয় তলা তৈরি করা হবে। ভবনের নতুন দুটি তলা তৈরি হয়ে গেলে হোমে থাকা চাইল্ড ইন কনফ্লিকটেড উইথ ল-এর আবাসিকদের নতুন ভবনে স্থানান্তর করা হবে।

রাজ্য সরকারের সমাজকল্যাণ দপ্তর পরিচালিত জলপাইগুড়ি শহরের রেসকোর্সপাড়ায অবস্থিত কোরক হোমে মূলত চাইল্ড ইন কনফ্লিকটেড উইথ ল-এর ছেলেদের রাখা হযে থাকে। একইভাবে সুরক্ষিত নয় এমন নাবালকদের সিডব্লিউসি-র মাধ্যমে এই হোমে রাখা হয। সরকারিভাবে কোরক হোমে ১০০ জন আবাসিককে রাখার অনুমতি থাকলেও, এক এক সময় ১৫০ জন আবাসিকও থাকে। ফলে বাড়তি আবাসিকদের রাখা নিয়ে সমস্যা লেগেই থাকে।

সমস্যার সমাধানে উদ্যোগী হয়ে সম্প্রতি একটি নতুন ভবন তৈরি করা হয়েছে। এবার ওই নতুন ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তল তৈরি করা হবে। দ্বিতীয় তলে আবাসিকদের রাখা হবে। তৃতীয় তল আবাসিকদের রিক্রিয়েশনের জন্য ব্যবহার করা হবে। এ প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) মলয় হালদার জানান, হোমের পরিকাঠামো অনুসারে আবাসিকের সংখ্যা বেশি। তাই আবাসিকদের রাখা নিয়ে সমস্যা হচ্ছিল। তাই নতুন ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তল তৈরিতে উদ্যোগী হয়েছে প্রশাসন। এর জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BXDKR9

February 28, 2019 at 04:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top