ধূপগুড়ি, ২৮ ফেব্রুয়রি ঃ সদ্যসমাপ্ত মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে বেপরোয় বাইকে সওয়ার হয়ে প্রাণ দিতে হয়েছিল ফালাকাটার মাধ্যমিক পরীক্ষার্থী রাজীব দাসকে। এরপর পরীক্ষার্থীদের বিপজ্জনকভাবে মোটরবাইকে চলাফেরা নিয়ে অনেক আলোচনা হলেও তাতে যে কাজের কাজ কিছুই হয়নি তার প্রমাণ মিলেছে মঙ্গলবার উচ্চমাধ্যমিকের প্রথম দিনেই। বহু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকেই দেখা গিয়েছে স্কুল ইউনিফর্মে হেলমেট ছাড়া বেপরোয়াভাবে পরীক্ষাকেন্দ্রে যাতাযাত করতে। শুধু তাই নয়, এক থেকে তিনজন সওয়র হয়ে তীব্রগতিতে তারা ছুটেছে পরীক্ষা দিতে। এভাবে প্রাণ হাতে করে পরীক্ষার্থীদের বাইক চালানো বা যাতায়াত বন্ধে উদ্যোগী হতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন শিক্ষকরা।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ মনোনীত জেলা পরামর্শদাতা কমিটির ধূপগুড়ি ব্লকের সদস্য তথা ধূপগুড়ি হাইস্কুলের শিক্ষক পার্থ ঘোষ বলেন, আমরা পরীক্ষাকেন্দ্রের ভেতরে সমস্তরকম ব্যবস্থা করছি, যাতে প্রতিটি পরীক্ষার্থী নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে। তবে পরিবারেরও নজর দিতে হবে যাতে তারা নিরাপদে এবং সুস্থভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে। পরীক্ষা দিতে আসার জন্য মোটরবাইক দরকার হলে অবশ্যই হেলমেট পরতে হবে। মাত্রাতিরিক্ত গতিতে ঝুঁকি নিয়ে বাইক না চালানোই ভালো। পরীক্ষার্থীদের পরিবার নিশ্চয়ই সেদিকে লক্ষ্য রাখবে। ট্রাফিক বিভাগের কাছেও আমাদের আবেদন থাকবে, তারাও যেন এই বিষয়ে নজর দেয়।
ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি সৈকত ভদ্র বলেন, পরীক্ষার দিনগুলিতে এমনিতেই বাড়তি ট্রাফিক কর্মী মোতায়েন থাকছে পথে। প্রথম দিন অনেক বাইক আরোহী পরীক্ষার্থীকে আমরা সতর্কও করেছি। কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে তাদের বা বাইক আটকে রাখা আমাদের কর্মীদের পক্ষেও সমস্যার কারণ হযে দাঁড়াচ্ছে। তবে ছাত্রছাত্রীদের স্বার্থেই তাদের নিরাপদ যাত্রার জন্য আমরা এক্ষেত্রে কড়া ব্যবস্থা নেব। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হলেও হেলমেট ছাড়া বেপরোয়াভাবে বাইক নিয়ে যাতায়াত করতে দেওয়া হবে না।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GTyXV0
February 28, 2019 at 04:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন