ঢাকা, ০৯ ফেব্রুয়ারি- পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। এতে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। শুক্রবার ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারিয়ে শিরোপার উল্লাস করে তারা। আসরে এ নিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতেছে তারা। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়ে বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছে তারা। বিপিএলের ষষ্ঠ আসরে চ্যাম্পিয়ন হয়ে দুই কোটি টাকা পাচ্ছে কুমিল্লা। আর রানার্সআপ ঢাকা পায় ৭৫ লাখ টাকা। আসরে ব্যাটে বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন সাকিব আল হাসান। তিনি ৫ হাজার ডলার অর্থ পুরস্কার পাচ্ছেন। এবারের আসরে সাকিব ব্যাট হাতে নিয়েছেন ৩০১ রান। আর উইকেট নিয়েছেন ২৩টি। তিনি সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। ফাইনালে ১৪১ রানের চমৎকার একটি ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হন তামিম ইকবাল। তিনি পুরস্কার হিসেবে পান এক হাজার ডলার। ম্যাচে কুমিল্লা প্রথমে ব্যাট করতে নেমে ১৯৯ রান করে। জবাবে ঢাকা ১৮২ রান করে। তাই জয়ের উল্লাস করে তামিম-ইমরুলরা। এমএ/ ০২:৩৩/ ০৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2DYxdHe
February 09, 2019 at 08:19AM
09 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top