কলকাতা, ০৯ ফেব্রুয়ারি- মোদী বিরোধিতা আরও তীব্র করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তাঁকে দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, টাকার ওপর ভর করে মোদী প্রধানমন্ত্রী হয়েছেন বলেও অভিযোগ মমতার। শুক্রবার জলপাইগুড়িতে নির্বাচনী সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এদিন তিনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন৷ এদিন এই নির্বাচনী সভা থেকেই মোদী ফালাকাটা-সলসলাবাড়ি জাতীয় সড়কের উদ্বোধন করেন৷ আর এই নিয়েই মমতাকে আক্রমণ করেন তিনি৷ এর জবাবে মমতা জানান, উনি যে সড়কের উদ্বোধন করলেন তার ইঞ্চিতে ইঞ্চিতে সমস্যা ছিল৷ আমি ৫০টি মিটিং করেছি ওখানে গিয়ে৷ আর এখন বড় বড় কথা বলছেন ম্যাডিবাবু৷ পাশাপাশি এদিন কৃষকদের বঞ্চনা করছে রাজ্য বলেও মমতার সরকারের বিরুদ্ধে তোপ দাগেন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদীর দাবি, কৃষকদের প্রাপ্য পেতে দিচ্ছে না রাজ্য৷ তৃণমূল কৃষকদের পাশ নেই৷ পাল্টা এর উত্তরে মমতা জানামন,ভোটের সময় রাজনীতি করতে ম্যাডিবাবুর আগমন ঘটে৷ ওরা কৃষকদের জন্য কি করছে? আমরা কৃষকদের ৩৫ কেজি চাল দেই৷ বিনে পয়সায় পড়াশোনার সুযোগ করে দিয়েছি, বিনেপয়সার চিকিৎসা দেই৷ আর উনি শুধু বড় বড় কথা বলতে পারে৷ এমএ/ ০২:৪৪/ ০৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2TEQ4MZ
February 09, 2019 at 08:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top