সন্তু চৌধুরীকে সংবর্ধনা

মালবাজার, ১২ ফেব্রুয়ারিঃ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর আয়োজিত রাজ্যস্তরের ছাত্র যুব উৎসবের তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছে মাল শহরের যুবক সন্তু চৌধুরী। কলকাতা থেকে নিজের বাড়িতে ফিরে আসার পর তাঁকে সংবর্ধনার পালা চলছেই। মঙ্গলবার তৃণমূল যুব কংগ্রেসের নেতারা বাড়িতে গিয়ে তাঁকে সংবর্ধনা জানান। উপস্থিত ছিলেন কৌশিক দাস(টুবাই), বিশাল ছেত্রী, অনুপ লামা, মানিক জুলফিকার, তপন সরকার সহ আরও অনেকে। এর আগে গতকাল সন্তুকে সংবর্ধনা দেয় মাল টাউন তৃণমূল ছাত্র পরিষদ। উপস্থিত ছিলেন সংগঠনের টাউন সভাপতি সিরাজুল ইসলাম, নেতা কমল দত্ত, সুরজিৎ দেবনাথ, আকাশ রায় সাহা সহ আরও অনেকে।

সংবাদদাতাঃ বিদেশ বসু



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GBSNDj

February 12, 2019 at 06:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top