মেন্স্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট বিষয়ক সচেতনতা শিবির

সাহেবগঞ্জ, ১২ ফেব্রুয়ারিঃ দিনহাটা-২ ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লকের অঙ্গনওয়ারি কর্মীদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার। ব্লক জুড়ে স্বচ্ছতা ও স্বাস্থ্যবিধান পদ্ধতির যথাযথ প্রয়োগ করে ইতিমধ্যেই দিনহাটা-২ ব্লক নির্মল ব্লক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সেই স্বীকৃতির মর্যাদা দিতেই ব্লক প্রশাসন একাধিক উদ্যোগ গ্রহন করছে। এদিন দুপুর ১২ টা নাগাদ দিনহাটা-২ ব্লক অফিসেই সচেতনতা শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে মহিলাদের মেন্স্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট বিষয়ে বিশদে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন যুগ্ম ব্লক আধিকারিক বিপ্লব কুমার ঘোষ, শিশু বিকাশ প্রকল্প আধিকারিক প্রমেশ মক্তান, শিক্ষক সৈকত সরকার প্রমুখ। বিপ্লব বাবু বলেন, ‘স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও অঙ্গনওয়ারি কর্মীদের স্বাস্থ্য বিষয়ক জ্ঞান বাড়ানোর জন্য এই ধরনের উদ্যোগ জরুরি ছিল। ব্লক প্রশাসনের তরফে ব্লকের স্কুল গুলিতেও এই ধরনের শিবির করা হবে।’

সংবাদদাতাঃ সঞ্জয় সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GIlmiB

February 12, 2019 at 06:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top