মার্কসের স্মৃতিস্তম্ভে ভাঙচুর

লন্ডন, ৭ ফেব্রুয়ারিঃ লন্ডনে মার্কসের সমাধিস্থলে তাঁর এবং তাঁর পরিবারের নাম লেখা মার্বেল ফলকে ভাঙচুর করা হল। ফ্রেন্ডস অফ হাইগেট সেমিট্রির প্রধান কার্যনির্বাহী ইয়ান ডাংভেল সোমবার পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ জানান। তবে ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জার্মানির সাম্যবাদী দার্শনিক মার্কসের মৃত্যু হয় ১৮৮৩ সালের ১৪ মার্চে। উত্তর লন্ডনের ফ্রেন্ডস অফ হাইগেট সেমিট্রিতে তাঁর সমাধি। মূল কবরের মার্বেলে রয়েছে নামের ফলক। মার্কসের নাম ছাড়াও সেখানে তাঁর স্ত্রীর মৃত্যুর সাল, তারিখ, তাঁদের নাতি হ্যারির নাম খোদাই করা আছে। প্রতি বছর প্রচুর পর্যটক মার্কসের সমাধিস্থল দেখতে আসেন। হাইগেট সেমিট্রির তরফে টুইট করে জানানো হয়েছে, ‘‌কার্ল মার্কসের স্মৃতিস্তম্ভ ভাঙচুর!‌ দেখে মনে হচ্ছে কেউ একজন হাতুড়ি নিয়ে এসেছিল।’ তবে এই প্রথম নয়, এর আগেও হামলা হয়েছে মার্কসের স্মৃতিস্তম্ভে।
Share

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Sfog5m

February 07, 2019 at 05:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top