চালসা, ৭ ফেব্রুয়ারিঃ মেটেলি ব্লক পণ্যবাহী ট্রাক ওনার্স এসোসিয়েসনের পক্ষ থেকে ডুয়ার্সের মূর্তি, কুর্তি ও নেওড়া নদী থেকে বালি-পাথর তোলার রয়েলটি প্রদানের দাবি জানানো হল। বৃহস্পতিবার বাতাবাড়ি ব্লক কিষান মান্ডিতে এক সভার পর সংগঠনের নেতারা এই দাবি জানান। এদিন সংগঠনের মেটেলি ব্লক কমিটিও গঠন করা হয়। ১৫ জনের কমিটির সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসাবে মনোনীত হন যথাক্রমে মোস্তাফি রহমান, নূর জামাল হোসেন ও আমিনুল হক। উল্লেখ্য, ডুয়ার্সের মূর্তি,কুর্তি ও নেওড়া নদী থেকে মাল তোলার জন্য দীর্ঘদিন ধরেই সরকারি রয়েলটি দেওয়া বন্ধ রয়েছে। ফলে নদী ব্যাবসার সাথে যুক্ত কয়েক হাজার গাড়ি মালিক, চালক ও শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। দ্রুত ওই তিন নদী থেকে মাল তোলার জন্য রয়েলটি প্রদানের দাবিতে মেটেলি বিডিও, মেটেলি থানা ও মেটেলির ভূমি সংস্কার আধিকারিককে সংগঠনের তরফে লিখিত কপি দেওয়া হবে বলে জানান সংগঠনের নেতৃত্বরা। এদিনের সভায় মেটেলি ব্লকের প্রায় ১৫০ টি পণ্যবাহী ট্রাক্টরের মালিক ও চালকরা উপস্থিত ছিলেন।
সংবাদদাতাঃ রহিদুল ইসলাম
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2t7Um3Q
February 07, 2019 at 04:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন