জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্ততি সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসরুফা ফেরদৌস, জেলা আওয়ামীগের সহ-সভাপতি রুহুল, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, মুসফিকুর রহমান, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহা. জোনাব আলী,  স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, গৌরি চন্দ সিতুসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, স্থানীয় সরকার বিভাগের চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল লতিব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার আকতারুজ্জামান রেজা তালুকদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আকতার, সদর উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান।
সভায় জাতীয় শিশু দিবসে র‌্যালি, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০২-১৯


from Chapainawabganjnews https://ift.tt/2tGYIPN

February 28, 2019 at 12:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top