বালুরঘাট নাট্যমন্দিরে সাঁওতালি কবিয়াল মেলা

বালুরঘাট, ২৮ ফেব্রুয়ারিঃ সমগ্র উত্তরবঙ্গের সাঁওতালি ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রসারে কবি ফ্রান্সিস হোপনা হেমব্রমের বিশেষ অবদান রয়েছে। বৃহস্পতিবার তাঁর স্মরণেই সাঁওতালি কবিয়াল মেলা আয়োজিত হল বালুরঘাট নাট্যমন্দিরে। আদিবাসী লোক সংস্কৃতি দফতরের উদ্যোগে ও দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় আয়োজিত এদিনের কবিয়াল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য আদিবাসী লোক সংস্কৃতি দফতরের সচিব মতিলাল কিসকু ও বিশিষ্ট সাঁওতালি কবি ছটরাই টুডু। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্লক থেকে ৩৯০ জন সাঁওতালি শিল্পী, সাংস্কৃতিক দল ও ১৫ জন  কবিয়াল উপস্থিত হয়েছিলেন। এ প্রসঙ্গে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী  জানান, সাঁওতালি ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিশিষ্ট কবি ফ্রান্সিস হোপনা হেমব্রমের স্মরণে এই সাঁওতালি কবিয়াল মেলার আয়োজন করা হয়েছিল।

তথ্যঃ সুজয় সরকার

ছবিঃ মাজিদুর সরদার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Vushjx

February 28, 2019 at 08:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top