নদী থেকে অবৈধ ভাবে বালি, বজরি তোলার অভিযোগে ফাইন করা হল ১টি জেসিবি সহ ৪টি ডাম্পারকে

চালসা, ২৭ ফেব্রুয়ারিঃ নদীবক্ষ থেকে অবৈধ ভাবে বালি, বজরি তোলার অভিযোগে একটি জেসিবি সহ চারটি ডাম্পারকে সরকারি ভাবে ফাইন করা হল। বুধবার দুপুরে মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের কুর্তি নদীতে অভিযান চালায় মেটেলি ব্লক ভূমিসংস্কার দপ্তর। এদিন গোপন সূত্রে খবর পেয়ে মেটেলির বিএলআরও ডোমা লামু ভুটিয়া এবং আরও দীপঙ্কর রায় কুর্তি নদীতে যান। সেই সময় জেসিবি দিয়ে বেআইনি ভাবে নদী খুঁড়ে বালি, বজরি তোলা হচ্ছিল। চারটি ডাম্পার সহ একটি জেসিবি-র কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সরকারি ভাবে সেগুলোকে ফাইন করা হবে বলে জানা গিয়েছে। এই ধরণের অভিযান চলতেই থাকবে বলে জানান আধিকারিকরা।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NuGZEa

February 27, 2019 at 08:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top