ফালাকাটা ব্লকের ৩১টি প্রাথমিক বিদ্যালয় পেল মিড ডে মিলের ডাইনিং শেড

জটেশ্বর, ২৭ফেব্রুয়ারিঃ ফালাকাটা ব্লকের দুটি মন্ডলের ১৫৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩১টি প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের ডাইনিং শেড পেল। বুধবার গোটা ব্লকে মিড ডে মিলের ডাইনিং শেডের শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হয়। শিলান্যাস অনুষ্ঠানে ব্লক প্রশাসন সহ পঞ্চায়েত সমিতির সদস্যরাও অংশ নেন।

ফালাকাটা ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের প্রাথমিকের দুটি মন্ডলে রয়েছে ১৫৮টি প্রাথমিক বিদ্যালয়। যার মধ্যে বেশিরভাগ স্কুলেই নেই মিড ডে মিলের ডাইনিং শেড। ছাত্রছাত্রীরা খোলা আকাশের নিচেই অস্বাস্থ্যকর ভাবেই মিড ডে মিল খায়। এজন্য বহু স্কুল কর্তৃপক্ষও একাধিকবার ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। সেই সমস্ত স্কুলের কথা মাথায় রেখেই এই  উদ্যোগ নিয়েছে ফালাকাটা ব্লক প্রশাসন ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থ্যানুকূল্যে প্রায় ৮১ লক্ষ টাকা ব্যায়ে শিলান্যাস হওয়া ডাইনিং শেড গুলি তৈরি করা হবে বলে জানা গিয়েছে। এইদিন প্রাথমিকের ফালাকাটা উত্তর মন্ডলের ধনীরামপুর বিএফপি, ঘাটপাড়, সরুগ্রাম সিএসপ্রাথমিক বিদ্যালয়, চ্যাংমারিটারি এসটি প্রাথমিক বিদ্যালয়ে ডাইনিং শেডের শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হয়। এই চারটি স্কুলে শিলান্যাস করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সদস্য সগেন্দ্রনাথ রায়। এবিষয়ে ঘাটপাড় সরুগ্রাম সি এস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার মজুমদার বলেন, ‘দীর্ঘদিন পর স্কুলে মিড ডে মিল শেড হওয়ায় আমরা খুশি। এতে ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হবে।’ ব্লকের বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, ‘স্কুল গুলিতে ডাইনিং শেডের শিলান্যাস করা হয়েছে। দ্রুতই কাজও শুরু করা হবে।’

সংবাদদাতাঃ শান্ত বর্মন

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2VuDb91

February 27, 2019 at 08:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top