বিশ্বনাথে ৭ প্রার্থীর প্রার্থিতা ফিরে পেলেন

11-696x398বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল হওয়া ৭ প্রার্থী আপিল করলে ৬ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যের কলচেষ্ঠার বিএনপির সভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, বিশ্বনাথ এইড ইউকের সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন, উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহর সভাপতি ফয়জুল ইসলাম, ইসলামী ঐক্যজোট নেতা কাজী মাওলানা রুহুল আমিন।

ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আলতাব হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলা নির্বাচনে ২২জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল ও ১৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

গত বুধবার সকাল ১১টার দিকে সিলেট জেলা রিটার্নিং অফিসার ৭ জনের মনোনয়নপত্র বাতিল ও ১৫ জনের বৈধ ঘোষণা করেন। এরই মধ্যে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ জনের প্রার্থিতা বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে প্রার্থিতা ফেরাতে তারা আপিল করেন।

আপিলের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তা প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই এবং যুক্তিতর্ক শেষে বাতিল হওয়া ৭জনের মধ্যে ৬জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2XpbIqP

February 26, 2019 at 07:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top