বিশ্বনাথে হামলার অভিযোগে আদালতে মামলা

52890053_2659224164104184_5454871635746095104_nবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে হামলার অভিযোগে প্রতিপক্ষের লোকজনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেছেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের সোনাপুর গ্রামের ময়না খানের পুত্র সাকির খান। তিনি গত ১৯ ফেব্রæয়ারি সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে এই মামলাটি দায়ের করেন। বিশ্বনাথ সি.আর মামলা নং- ৫০/২০১৯ইং।

অভিযুক্তরা হলেন- সোনাপুর গ্রামের মৃত মখছিন হোসেন খানের পুত্র সালমান খান (২৪), লোকমান খান জনি (২৭), মাহবুব হোসেন খানের পুত্র সাব্বির খানম (২৬), মৃত আজমল খানের পুত্র মাহবুব হোসেন (৬০), মতক্কী হোসেন খানের পুত্র শিমু খান (২৫), রিমু খান (১৯) ও মৃত আব্দুল আজিজ খানের পুত্র মাহফুজ খান (৫০)। এছাড়া আরো ২/৩ জন অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়- বিবাদীদের সঙ্গে বাদির বিভিন্ন বষয়াদি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে অভিযুক্তরা গত ১৬ ফেব্রæয়ারি বিকেল ৫টায় অস্ত্রশস্ত্র নিয়ে বাদির বসত ঘরে আক্রমণ করেন। এসময় তাদের হামলায় তাদের হামলায় বাদি সাকির খান ও তার ভ্ইা রুপন খান গুরুত্বর আহত হন। এসময় হামলাকারীরা বাড়ির বসতঘরে উঠানে থাকার মোটরসাইকেলটি ভাংচুর করে এবং বসতঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এদিকে, মামলা দায়েরের পর অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) কে নির্দেশনা দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুর রহমান ভূঁঞা।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2So6ZSE

February 26, 2019 at 07:07PM
26 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top