নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারিঃ পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গিহানার পর দুই পাক শ্যুটারকে ভিসা দিতে চায়নি ভারত। আর তার জেরে বড়োসড় শাস্তির খাঁড়া নেমে এল। ভবিষ্যতে ভারতে অলিম্পিকের কোনো ইভেন্ট আয়োজনে সম্মতি দেবে না ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। বৃহস্পতিবার সুইটজারল্যান্ডে আইওসি-র সভার পরই জানিয়ে দেওয়া হয়, অলিম্পিকের কোয়ালিফাইং ইভেন্টে যোগ দিতে ৬১টি দেশের ৫০০-রও বেশি প্রতিযোগী এই মুহূর্তে ভারতে রয়েছেন। তাঁদের কথা চিন্তা করেই এই ইভেন্ট বাতিল করা হচ্ছে না। কিন্তু ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন, সে দেশের সরকারের সঙ্গে আলোচনা করেও এই ইভেন্টে দুই পাক প্রতিযোগীর ভিসা পাওয়ার ব্যাপারে কোনো সুরাহা হয়নি। ফলে অলিম্পিকের সনদ মেনেই ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারত সরকার ও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন লিখিতভাবে এমন ঘটনা আর হবে না, তা জানালে জবেই ভারতে আবার অলিম্পিক ইভেন্ট আয়োজনের ব্যবস্থা করা হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2E07Ofc
February 22, 2019 at 10:36AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন