নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারিঃ আজ অন্তর্বর্তী বাজেট। সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করছেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গয়াল। এখনও পর্যন্ত তিনি যা যা বললেনঃ
- ১) বিশ্বে সবচেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে দেশ
- ২) এই মুহূর্তে আমরা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি
- ৩) দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে
- ৪) উচ্চবর্ণের গরিবদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ
- ৫) আবাসন শিল্পে স্বচ্ছ আইন আনা হচ্ছে
- ৬) দ্বিগুণ বেড়েছে কৃষকদের আয়
- ৭) ব্যাংকিং ব্যবস্থার দ্রুত উন্নতি হচ্ছে
- ৮) অনাদায়ী ৩ হাজার কোটি টাকা ফেরৎ এসেছে
- ৯) সৌভাগ্য যোজনার হাত ধরে ঘরে ঘরে বিদ্যুত্
- ১০) প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি নামে নতুন প্রকল্প
- ১১) ন্যূনতম সহায়ক মূল্য চালু করেছে সরকার
- ১২) ২ হেক্টর পর্যন্ত জমি যাদের তাঁদের বছরে ৬ হাজার টাকা
- ১৩) গোরুর উন্নতি প্রকল্পে কামধেনু আয়োগ
- ১৪) শ্রমিকদের বেতন ৩ হাজার থেকে বাড়িয়ে ৭ হাজার টাকা
- ১৫) অসংগঠিত ক্ষেত্রের চাকুরিরতদের জন্য নয়া পেনশন প্রকল্প
- ১৬) পশুপালনেও কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা
- ১৭) ১৫ হাজার পর্যন্ত মাসিক বেতন যাঁদের তাঁদের জন্য প্রকল্প
- ১৮) শ্রমিক মৃত্যুতে দ্বিগুণ পিএফ
- ১৯) হাইওয়ে নির্মাণে ভারত বিশ্বে এক নম্বর
- ২০) প্রতিরক্ষা এক পদ এক পেনশন প্রকল্পে ৩৫ হাজার কোটি টাকা
- ২১) কলকাতা-বারাণসী জলপথে পণ্য পরিবহন
- ২২) আয়কর ছাড়ে ঊর্ধ্বসীমা অপরিবর্তিত
- ২৩) প্রত্যক্ষ কর ব্যবস্থা সহজ করা হয়েছে
- ২৪) আয়কর রিটার্ন ব্যবস্থা সহজ করা হয়েছে
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2HEQph8
February 01, 2019 at 12:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন