বাজেটে মধ্যবিত্তদের স্বস্তি, বাড়ল করছাড়ের ঊর্দ্ধসীমা

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারিঃ অন্তর্বর্তী বাজেটে মধ্যবিত্তদের জন্য খুশির খবর শোনালেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযুষ গয়াল। করছাড়ের ঊর্দ্ধসীমা ২.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার কথা ঘোষণা করলেন পীযুষ। এর পাশাপাশি ৮০ সি ধারায় ব্যক্তিগত করদাতারা যে সুবিধা পান তা অব্যাহত থাকবে। যার অর্থ, বছরে ৬ লক্ষ টাকা পর্যন্ত যাঁরা আয় করেন, তাঁরা যদি বেতন থেকে বছরে দেড় লক্ষ টাকা পেনশন ফান্ড, জীবন বিমা সহ বিভিন্ন স্বল্প সঞ্চয় খাতে জমা করেন, তা হলে তাঁদেরও কোনও কর দিতে হবে না। অর্থাৎ মোট সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত করছাড়ের সুবিধা পাবেন প্রায় ৩ কোটি মধ্যবিত্ত। লোকসভা ভোটের আগে শেষ বাজেটে মধ্যবিত্তদের জন্য চমক থাকবে, এরকম আশা করেছিলেন অনেকেই। কিন্তু প্রথম দিকে সেরকম কোনো ঘোষণা না হওয়ায় হতাশ হয়েছিলেন অনেকেই। কিন্তু বাজেট পেশের একেবারে শেষ দিকে এসে এই করছাড়ের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। তাঁর এই ঘোষণার পরেই বেনজিরভাবে লোকসভার ট্রেজারি বেঞ্চ থেকে শাসকদলের সাংসদরা ‘মোদি মোদি’ স্লোগানে সরব হন।

একইসঙ্গে এদিন বাজেটে ব্যাংক ও পোস্ট অফিসের সুদেও ঢালাও করছাড় দেওয়া হয়েছে। আগে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে কোনো কর দিতে লাগত না। এখন সেই সীমা বাড়িয়ে করা হল ৪০ হাজার টাকা। প্রবীণ নাগরিকরা সম্পূর্ণ করছাড়ের সুবিধা পাবেন। এত বড়ো করছাড় ভোটের ময়দানে বিজেপিকে কতটা সুবিধা দেয়, সেটাই এখন দেখার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2UvzNtN

February 01, 2019 at 01:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top