পোর্ট এলিজাবেথে ইতিহাস গড়েছে শ্রীলঙ্কা। এশিয়ার কোনো দল হিসেবে প্রথমবারের মতো টেস্টে দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে ধবলধোলাই করেছে। অথচ এই শ্রীলঙ্কা জয় কাকে বলে, সেটিই ভুলতে বসেছিল! গত বছর নভেম্বরে দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়ার কদিন পর অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই। মাঝে নিউজিল্যান্ডে ১-০ ব্যবধানে সিরিজ হার। সেই শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকায় গিয়ে গড়ল ইতিহাস! অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের মতো দক্ষিণ আফ্রিকাতেও সব সময়ই এশিয়ার যেকোনো দলকে দিতে হয় কঠিন পরীক্ষা। গত বছর জানুয়ারিতে বিরাট কোহলির ভারত প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। গত মার্চে অস্ট্রেলিয়া হেরেছে ৩-১ ব্যবধানে। কদিন আগে পাকিস্তানই তো ধবলধোলাই হয়ে এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে। গত এক বছরের হিসাব পরে, নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর গত তিন দশকে একমাত্র অস্ট্রেলিয়া বাদে আর কোনো দল দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে ধবলধোলাই করতে পারেনি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা যেখানে টানা সিরিজ জেতার আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমেছিল, টানা হেরে ক্লান্ত লঙ্কানরা সেখানে হারিয়ে ফেলা আত্মবিশ্বাসের সন্ধানে। টানা তিন সিরিজ হার ও দুই ধবলধোলাইয়ের পর সেই শ্রীলঙ্কা কী অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা সফরে এসে! ডারবান টেস্টে অপরাজিত ১৫৩ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেললেন কুশল পেরেরা! এমন মহাকাব্যিক ইনিংস ২০০ টেস্টে একটা দেখা যায় কি না, সন্দেহ! কুশলের চোখ ধাঁধানো লড়াকু সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কা ডারবান টেস্ট ১ উইকেটে জিতে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। শ্রীলঙ্কার কাছে এভাবে হেরে গিয়ে মানসিকভাবে পিছিয়ে পড়া দক্ষিণ আফ্রিকা আর ঘুরে দাঁড়াতে পারেনি। প্রোটিয়াদের এভাবে ভেঙে পড়ার সুযোগটাই পরের টেস্টে পুরোপুরি কাজে লাগিয়েছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার এ তো পুরোনো রোগ, মনের বাঘ একবার তাড়া করলেই হয়, প্রোটিয়ারা এত দ্রুত ভেঙে পড়বে, অবিশ্বাস্য চোখে সেটি শুধু দেখতে হবে! পোর্ট এলিজাবেথে সেটাই হয়েছে। টানা দুই টেস্ট তারা শ্রীলঙ্কার কাছে হেরে হয়েছে ধবলধোলাই। টানা হারের হতাশায় যে শ্রীলঙ্কা পা রেখেছিল দক্ষিণ আফ্রিকায়, কদিনের মধ্যেই তারা আবার টগবগে আত্মবিশ্বাসী এক দল। এই শ্রীলঙ্কার কাছে কিন্তু শিক্ষা নিতে পারে বাংলাদেশও। এটা ঠিক, কদিন আগেও লঙ্কানদের অবস্থা খুব একটা ভালো ছিল না, একটা সিরিজ জিতেই তারা শীর্ষ দলে পরিণত হয়েছে, তাও না। তবে প্রতিকূল কন্ডিশনে টানা হারের মধ্যে কীভাবে ঘুরে দাঁড়াতে হয় বাংলাদেশ সেটা শিখতে পারে। বাংলাদেশও নিউজিল্যান্ডে টানা হারছে। ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে। সামনে তিন ম্যাচের টেস্ট সিরিজ। টানা ধবলধোলাইয়ের মধ্যেও যদি শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে পারে, বাংলাদেশ কেন নিউজিল্যান্ডের বিপক্ষে পারবে না? কঠিন পরিস্থিতিতে দলকে জেতানোর মতো খেলোয়াড় বাংলাদেশ দলেও যে আছে, সেটি অতীতে অনেকবারই দেখা গেছে। এমএ/ ০১:০০/ ২৪ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SSKR85
February 24, 2019 at 07:09AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন