কলকাতা, ২৪ ফেব্রুয়ারি- দুপুর ঠাকুরপোর ঝুমা বউদি। যেমন তার রূপ, তেমনি তাঁর আবেদন। বুঝতেই পারছেন বাঙালি কন্যা অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসার কথাই বলা হচ্ছে। ভোজপুরি সিনেমায় অভিনয় করে, বিগ বসের ঘরে গিয়ে দীর্ঘদিনের বন্ধু বিক্রান্ত সিং রাজপুতকে বিয়ে করে, দেবরদের মন কাড়তে চলে আসেন দুপুর ঠাকুরপোয়। যা দেখে দেওরদের হৃদয়ে ঝড় বয়ে যায়। সম্প্রতি সুইমিংপুলে জলকেলি ভোজপুরী সেনসেশন মোনালিসার। আর সেই ছবি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রইল তারই কিছু ছবি-



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SjFcmd
February 24, 2019 at 07:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top