মাধ্যমিকের কন্ট্রোল রুম চালু আজ থেকে

কলকাতা, ৬ ফেব্রুয়ারিঃ মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য আজ, বুধবার থেকে চালু হচ্ছে কন্ট্রোল রুম। পরীক্ষা সংক্রান্ত কোনও সমস্যা বা অভিযোগ থাকলে পরীক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে শিক্ষক, সবাই এই কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে কন্ট্রোল রুম। সারাক্ষণ চালু থাকবে পরিসেবা। মঙ্গলবার এবিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

কন্ট্রোল রুমের ন‌ম্বর গুলি হলঃ ২৩৫৯ ৩৮৭২, ২৩৫৯ ২২৭৮, ই-মেলঃ madhyamik.parikshya@gmail.com, পর্ষদের সভাপতি ল্যান্ডলাইন নম্বরঃ ২৩২১-৩০৮৯, ফ্যাক্সঃ ২৩২১-৩৮১২, মোবাইল নম্বরঃ ৯০৫১৪১৪১১১,  ডেপুটি সেক্রেটারির (পরীক্ষা) ল্যান্ডলাইন নম্বরঃ ২৩২১-৩৮৪৪, ফ্যাক্সঃ ২৩২১-৩২১৬, মোবাইল নম্বরঃ ৯৯০৩৪২১১৯৯, ডেপুটি সেক্রেটারির (অ্যাডমিনিস্ট্রেশন) মোবাইল নম্বরঃ ৯০৫১০৬৮৫৪৮, ডেপুটি সেক্রেটারির (শিক্ষা) মোবাইল নম্বরঃ ৭০০১৩৪৫৩২১, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির (পরীক্ষা) মোবাইল নম্বরঃ ৯৮৭৪৪৯৯৮২০।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2HTYPBt

February 06, 2019 at 12:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top