চোরাই কাঠের বিরুদ্ধে বনদপ্তরের অভিযান, বিক্ষোভ কাঠ ব্যবসায়ীদের

শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারিঃ চোরাই কাঠের বিরুদ্ধে বনদপ্তরের অভিযানকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মাটিগাড়া থানার শিবমন্দির, মেডিক্যাল মোড় এবং সারদাপল্লী এলাকা। বুধবার সকালে শিবমন্দির সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল কাঠ ব্যবসায়ীরা। এদিন টায়ার জ্বালিয়ে ও বেসরকারি বাস ভাঙচুর করে বিক্ষোভ দেখান তারা।

জানা গিয়েছে, বনদপ্তরের কাছে খবর ছিল, শিবমন্দির, মেডিক্যাল মোড় এবং সারদাপল্লী এলাকায় অবৈধভাবে চোরাই কাঠের তৈরি আসবাব বিক্রি করছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে মঙ্গলবার বনদপ্তরের কার্শিয়াং বিভাগ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আসবাব বাজেয়াপ্ত করে ওই এলাকা থেকে। আজ ফের বনদপ্তরের স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালাতে এলে ব্যবসায়ীদের বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে মাটিগাড়া থানার ওসি মৃণ্ময় ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ৪৫ মিনিট অবরোধ চলার পর তা তুলে নেওয়া হয়। অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় বলে জানা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Gp6l54

February 06, 2019 at 12:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top