ডাম্পার আটকে দিলেন শিক্ষকরা

কামাখ্যাগুড়ি, ৬ ফেব্রুয়ারিঃ ডাম্পার আটকে দিলেন শিক্ষকরা। বুধবার সকালে ঘটনাটি ঘটছে কামাখ্যাগুড়িতে।  জানা গিয়েছে, কিছুদিন আগে পুলিশ ও ট্রাক ইউনিয়ন মালিকপক্ষের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল স্কুল শুরুর সময় এবং ছুটির সময় অর্থাৎ, সকাল ১০টা থেকে সাড়ে ১১টা ও বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত স্কুল সংলগ্ন এলাকায় কোনও ভারি পণ্যবাহী  গাড়ি চলাচল করবে না। কিন্তু, ফের এদিন নির্ধারিত সময় ডাম্পার গুলি চলাচল করছিল বলে অভিযোগ। সেই সময় স্কুলের শিক্ষকরা ডাম্পারগুলির পথ আটকে দেয়।  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে শিক্ষকদের সঙ্গে আলোচনার পর ডাম্পার গুলি ছেড়ে দেওয়া হয়। ফের একই ঘটনা ঘটলে বৃহত্তর আন্দোলন করবেন বলে জানিয়েছেন শিক্ষকরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2BoO44i

February 06, 2019 at 01:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top