বিশ্বনাথে কামরুল স্মৃতি গ্রন্থাগারের উদ্বোধন

045বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যক্ষ (সাবেক) মো. সিরাজুল হক বলেছেন-গ্রন্থাগার সবার প্রয়োজন। গ্রন্থাগারের মধ্য দিয়ে সুন্দর জীবনের অধিকারী হওয়া যায়। সেই মহতি কাজটি করেছে বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন। তিনি বলেন, কামরুল স্মৃতি গ্রন্থাগার সত্যিই একদিন বিশ্বনাথের মাটিকে আরো উজ্জল করবে। গ্রন্থারের মধ্যদিয়ে কামরুল বেঁচে থাকবেন চিরদিন। আজ শনিবার (২রা ফেব্রুয়ারী) বিশ্বনাথ উপজেলা সদরে কামরুল স্মৃতি গ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পি’র সভাপতিত্বে ও ইলিয়াছ আলী’র পরিচালনায় গ্রন্থাগারের উদ্বোধন করেন প্রয়াত কামরুল ইসলাম রেজা’র পিতা বিশ্বনাথ পুরানবাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী আরশ আলী রেজা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী মাওলানা আব্দুল মতিন, লানির্ং পয়েন্টের প্রতিষ্ঠাতা প্রধান ও বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক ইংরেজী প্রভাষক মঈন উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য মো.আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক কামাল মুন্না, নবীন সোহেল, আক্তার আহমদ শাহেদ, সংগঠক জাবেদ আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সদস্য আব্দুল মোমিন সামাদ, নাঈম আহমদ, তন্ময় দেবনাথ, আবুল কালাম, পাবেল আহমদ, সাহেদ আহমেদ প্রিন্স, বকুল আহমেদ, রাসেল মিয়া, সৌমিত্র ধর, নূরুল ইসলাম, ঝুমন আহমদ, শেখ হৃদয়, শুভ দেব, অমিত পাল, সোহেব আহমদ, ফখরুল ইসলাম রেজা প্রমুখ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2TuzteM

February 02, 2019 at 05:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top