কালিয়াগঞ্জ, ২৭ ফেব্রুয়ারিঃ উওর দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এবং কালিয়াগঞ্জ থানার ব্যবস্থাপনায় বুধবার আদিবাসী নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। কালিয়াগঞ্জের ৭ টি ও হেমতাবাদের ৫ টি আদিবাসী দল এই নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। কালিয়াগঞ্জ পৌর স্টেডিয়াম ময়দানে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাতাসন দল। দ্বিতীয় স্হান পেয়েছে হেমতাবাদের বিষনোপুর দল। তৃতীয় স্হান পেয়েছে জগদলা দল। কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এদিন আদিবাসী নৃত্য প্রতিযোগিতায় অতিথি হিসেনে উপস্হিত ছিলেন কালিয়াগঞ্জের পুরপ্রধান কার্তিক পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, জেলা পরিষদের দুই সদস্য দধিমোহন দেবশর্মা ও মোমেনা আহমেদ, ডিএসপি সুরজিত কুমার দে এবং একাধিক পুর কাউন্সিলার। নৃত্য প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে কালিয়াগঞ্জ থানার আইসি জানান আদিবাসী সমাজের লোক সংস্কৃতি চর্চায় উৎসাহ যোগাতে পুলিশের উদ্যোগে এই প্রতিযোগিতা।
সংবাদদাতাঃ সুচন্দন কর্মকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NvPxLc
February 27, 2019 at 06:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন