ঢাকা, ২৭ ফেব্রুয়ারি- ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। অভিনয়ের পাশাপাশি নানান ভূমিকায় দেখা যায় এ অভিনেত্রীকে। শিক্ষকতার পাশাপাশি ব্র্যাক ইন্টারন্যাশনালের শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছেন মিথিলা। তাই শিশুদের সঙ্গে অনেকটা সময় ব্যয় করেন তিনি। এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ছোটদের জন্য গল্প লিখছেন মিথিলা। গল্পগুলো নিয়ে খুব শিগগির সিরিজ বই প্রকাশ করবেন। বইটির নাম রেখেছেন আইরা ও মায়ের অভিযান। এ বিষয়ে প্রকাশকের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন তিনি। শিশুদের সঙ্গে কাটানো সব মজার অভিজ্ঞতা বইটিতে উঠে আসবে। এ প্রসঙ্গে মিথিলা বলেন, শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গা ভ্রমণ করতে হয়। এ সময় অনেক মজার মজার পরিস্থিতির মুখোমুখি হই। তখন আমার মেয়ে আইরা সঙ্গে থাকে। এসব অভিজ্ঞতা থেকে গল্পগুলো লিখছি। আমার মনে হচ্ছে, দেশের শিশুদের এ বিষয়গুলো জানা দরকার।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EBQnTU
February 28, 2019 at 12:57AM
27 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top