বিশ্বনাথে নুনু মিয়ার সমর্থনে লামাকাজী ইউনিয়ন আ’লীগের কর্মীসভা

IMG_20190214_112129বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশের সর্বস্তরের মানুষ নিজেদের প্রাপ্য অধিকার সঠিকভাবে পাচ্ছেন বলেই দেশবাসী সদ্য সম্পন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার প্রতিক নৌকায় বিপুল পরিমান ভোট জাতির জনকের কন্যা শেখ হাসিনা’কে ৪র্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের লক্ষ্যে উন্নয়নের মহাসড়কে রয়েছে বাংলাদেশ। আর এর ধারাবাহিতকায় বিশ্বনাথ উপজেলার উন্নয়ন ও অগ্রগতির জন্য আওয়ামী পরিবারের সন্তান হিসেবে আমাদের সবাইকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী এস এম নুনু মিয়াকে বিজয়ী করার কোন বিকল্প নাই।

তিনি বুধবার রাতে ‘৫ম উপজেলা পরিষদ নির্বাচন’কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম নুনু মিয়ার সমর্থনে উপজেলার লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এলাকার উন্নয়নে অংশ নিতেই নির্বাচনে প্রার্থী হয়েছি। সকলের সার্বিক সহযোগীতায় ও ভোটে নির্বাচিত হলে বিশ্বনাথবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। আর কথায় নয়, নিজের কাজের মাধ্যমে এর প্রমান দেব। কারণ আমি মুজিব আর্দশের সৈনিক, আর মুজিব সৈনিকরা কষনও মিথ্যা প্রতিশ্রুতি দেয় না।
লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরবিন্দু পালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, কার্যনির্বাহী সদস্য ডাঃ শানুর হোসাইন, আফরোজ বক্ত খোকন, এনামুল হক এনাম মেম্বার, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, সাবেক স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক এনামুর রহমান জাহেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, ছাত্রলীগ নেতা আশরাফ আহমদ।
বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি পুলক ভট্টাচার্য্য, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন, ছাত্রলীগ নেতা লিমন আহমদ, হাসান আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সমর আলী।
কর্মীসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন, যুক্তরাজ্যের বামিংহাম আওয়ামী লীগের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম শামীম, আওয়ামী লীগ নেতা আপ্তাব আলী মাস্টার, লালা মিয়া, আমিনুল ইসলাম, জসিম উদ্দিন, আবদুর রব, উকিল আলী, মুজিবুর রহমান, রইছ উদ্দিন, ছিদ্দেক আলী, চমক আলী মেম্বার, মিলন মিয়া, লালু মিয়া, আনোয়ার মিয়া, আহমদ আলী, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সাহাব উদ্দিন, আকবর আলী, আবদুল হেকিম, দপ্তর সম্পাদক শাহ কবির আহমদ, যুবলীগ নেতা আবদুল হক, শিল্টু দাশ, আবুল কাশেম মেম্বার, মনোহর হোসেন মুন্না, দবির মিয়া, অ্যাডভোকেট সায়েদ আহমদ, ফুলকাছ মিয়া, রাজু আহমদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, অর্থ সম্পাদক সেলিম আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, সিজিল মিয়া, মাহফুজুর রহমান দুলু, সুহেল খান, নিজাম উদ্দিন, রাসেল আহমদ, স্বপন দাশ, আফজল হোসেন, হিরন মিয়া, আখলুছ মিয়া, শহীদ খান, ফারুক আহমদ, আমির হোসেন ছমির, আলী আকবর লিকন, এরশাদ মিয়া, আবদুর রহমান, আনোয়ার হোসেন, ছাদিকুর রহমান লেবু, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আকমল হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শিপন আহমদ, সেলিম মিয়া, নজরুল ইসলাম সাহেল, আলী আহমদ জুয়েল, যুগ্ম সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল, দিপু ধর, সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ, জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা বিষু দে, সিরাজুল ইসলাম রুকন, মাছুম আহমদ, হিমেল আহমদ, শিপন আলী, আবুল কাশেম নোমান, সাব্বির বখত মুন্না, মিজানুর রহমান, রাহিম আহমদ, হাবিব মিয়া, মামুন আহমদ, মাহমুদ নূর, জুবেল আহমদ, মহি উদ্দিন, হাসান আহমদ, ফরিদ আহমদ, ইকবাল হোসেন, সুমন মিয়া, সৈয়দ আজমল, ছাদিক মিয়া, প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2N6Ney2

February 14, 2019 at 11:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top