সামসি, ১৪ ফেব্রুয়ারিঃ রেললাইনে চাকা আটকে দাঁড়িয়ে গেল ট্রেন। আর তার জেরে মালদহের সামসিতে ব্যাহত হল ট্রেন চলাচল। পরিস্থিতি এমনই হয়, বিভিন্ন স্টেশনে আটকে পড়ে দূরপাল্লার ট্রেন। ভোগান্তির শিকার হন যাত্রীরা। অন্য লাইন দিয়ে ধীরে ধীরে দূরপাল্লার ট্রেন পাস করিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে লাইন কেটে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে সরানো হলে স্বাভাবিক হয় রেল পরিসেবা। রেল সূত্রে জানা গিয়েছে,বিহারের কাটিহার থেকে মালদা আসছিল একটি ডিএমইউ লোকাল। সামসি স্টেশনে ঢোকার পরই ট্রেনটির চাকা লাইন থেকে সরে আটকে যায়। ডাউন লাইনে দাঁড়িয়ে পরে ট্রেনটি। সারা রাত ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকে ট্রেনটি। আটকে পড়ে অন্য ট্রেন। বিভিন্ন স্টেশনে আটকে যায় পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, শতাব্দী এক্সপ্রেস, সরাইঘাটা এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনগুলি৷ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় বিশেষজ্ঞদের একটি দল৷ এরপর ট্রেনটির চাকা তুলে সেটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরই স্বাভাবিক হয় পরিস্থিতি৷
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2N9DTWg
February 14, 2019 at 11:35AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন