১৫ দফা দাবির ভিত্তিতে মেটেলির শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিককে স্মারকলিপি

চালসা, ৫ ফেব্রুয়ারিঃ ১০ বছরের ঊর্ধ্বে কর্মীদের সরাসরি সুপারভাইসার পদে নিয়োগ করা, কর্মীদের অবসরকালীন ভাতা ও পেনশন চালু করে এককালীন ৫ লক্ষ টাকা প্রদান, বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির নিরিখে জ্বালানির দাম প্রদান অথবা প্রতিটি কেন্দ্রে জ্বালানি গ্যাসের ব্যবস্থা করা সহ ১৫ দফা দাবির ভিত্তিতে মেটেলির শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিককে স্মারকলিপি দেওয়া হল। মঙ্গলবার পশ্চিমবঙ্গ অঙ্গনওয়ারি কর্মী সমিতির তরফে ওই স্মারকলিপি দেওয়া হয়। এদিন ব্লকের বিভিন্ন এলাকার অঙ্গনওয়ারি কর্মীরা স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন। মেটেলির শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিক সৈকত ভট্টাচার্য জানান, দাবিপত্র গ্রহণ করা হয়েছে। ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Gp8AoO

February 05, 2019 at 08:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top