বিশ্বনাথে মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী সুহেল চৌধুরী

52313333_571678163348499_7300630811840086016_n-768x576বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিএনপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বর্তমান বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। দিন রাত নিজের বিজয়ের জন্য কাজ করে যাচ্ছেন। বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকায় সভা সমাবেশসহ একাধিক অনুষ্ঠান করে তৃণমূলের মানুষের সঙ্গে মতবিনিময় করে যাচ্ছেন। পাশাপাশি সকলের সহযোগিতা চেয়ে ভোট প্রার্থনাও করছেন তিনি। তবে এবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহন না করায় অনেকটা বেকায়দায় রয়েছেন তিনি। তারপরও অধিকাংশ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ভোটের মাঠে রয়েছেন।

বিএনপির অনেক নেতাকর্মীদের মতে, এ উপজেলায় বর্তমান চেয়ারম্যান সুহেল চৌধুরীর বিকল্প নেই। সুহেল চৌধুরী বিশ্বনাথের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রতিটি এলাকায়। সুষ্ঠু নির্বাচন হলে তাঁর বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেন বিএনপির নেতারা।

আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো এবারও জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। জয়ের প্রত্যাশা নিয়ে তিনি গণসংযোগ, উঠান বৈঠক ও পাড়া-মহল্লায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত মেয়াদের সাফল্যের বিষয়টি মানুষের সামনে তুলে ধরে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এবারও তিনি পাস করবেন বলে আশাবাদী।

বিশ্বনাথ উপজেলা বর্তমান উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির সহ-সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী সুহেল আহমদ চৌধুরী জানান, বিগত ৫ বছর সাধ্যমতো চেষ্টা করেছি জনগনের উপকার করতে। এ ছাড়াও গত পাঁচ বছর ধরে উপজেলা চেয়ারম্যান পদে থেকে মানুষের সেবা করে যাচ্ছি। বিতর্কিত কোনো কর্মকান্ডে জড়িত হইনি। উপজেলাবাসীর সেবার জন্য এবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। উপজেলাবাসী যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি নিরলসভাবে তাদের সেবা করে যাব। তবে আমার বিশ্বাস উপজেলাবাসী আমাকে ভোট দিয়ে এবারও নির্বাচিত করবেন।

এলাকাবাসীর আহবানে উপজেলা নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহন করছি। কারণ বিগত উপজেলা নির্বাচনে জনগনের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলাম। আশা করছি, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে উপজেলার জনগণ এবার আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2E6fzQV

February 23, 2019 at 11:46AM
23 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top