শ্রীনগর, ২৩ ফেব্রুয়ারিঃ শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে জম্মু কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা, জেকেএলএফ প্রধান ইয়াসিন মালিককে আটক করল পুলিশ। সূত্রের খবর, এদিন রাতে শ্রীনগরের মাইসুমার বাড়ি থেকে তাঁকে আটক করে, কোঠিবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। সম্প্রতি জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট নেতা ইয়াসিন মালিকের নিরাপত্তা প্রত্যাহার করা হয়।
‘অনুচ্ছেদ ৩৫-এ’র গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করে সম্প্রতি সুপ্রিম কোর্টে পিটিশন হয়। সেই মামলারই শুনানি শুরু সোমবার থেকে। যে অনুচ্ছেদে বলা হয়েছে, বাইরের কেউ কাশ্মীরে জমি বা সম্পত্তি সেখানে কিনতে পারবেন না। এমনকী বহিরাগতদের সেখানে কোনও সরকারি চাকরি বা স্কলারশিপ পাওয়ারও অধিকার নেই।
২৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ‘অনুচ্ছেদ ৩৫-এ’-এর শুনানির আগে কাশ্মীরে পুলিশ ও আধাসামরিক বাহিনীকে হাইঅ্যালার্ট রাখা হয়েছে। ইয়াসিন মালিক ছাড়া আরও কোনও বিচ্ছিন্নতাবাদী নেতার গ্রেফতারি বা আটকের খবর মেলেনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SU2wfn
February 23, 2019 at 12:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন