নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারিঃ পাকিস্তানের কাছ থেকে মোস্ট ফেবার্ড নেশনের তকমা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিল ভারত সরকার। শুক্রবার মন্ত্রীসভার বৈঠকের পর এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি জানিয়েছেন, মোস্ট ফেবার্ড নেশনের তকমার কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই বাণিজ্য মন্ত্রকের তরফে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গিরা। সেই হামলায় ৪২ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। সেই হামলার পর শুক্রবার সকালে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক বসে। সেখানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন, তিন বাহিনীর প্রধান-সহ আরও বেশ কয়েকজন। বৈঠকেই সিদ্ধান্ত হয় পাকিস্তানের কাছ থেকে কেড়ে নেওয়া হবে মোস্ট ফেবার্ড নেশনের তকমা। এটা আসলে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের অন্তর্গত। এর মাধ্যমে আর্থিকভাবে কোনও দেশকে বিশেষ বাণিজ্যিক সুবিধা দেওয়া হয়। তাদের থেকে কেনা হয় নানা সামগ্রী।
১৯৯৬ সালে ভারতের তরফে পাকিস্তানকে এই বিশেষ সুবিধা দেওয়া হয়। এরপর ভারত পাকিস্তান থেকে সিমেন্ট, চিনি, ফল, ড্রাই ফ্রুটস, মিনারেল ওয়াটার, স্টিল সহ অন্যান্য সামগ্রী কেনে। এবার থেকে ভারত আর সেগুলি কিনবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2IhvgtL
February 15, 2019 at 07:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন