দিনহাটা, ১৮ ফেব্রুয়ারিঃ রাস্তা তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের। সোমবার দিনহাটা ১ ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওকড়াবাড়ি বাজার হতে কাউরির ঘাট পর্যন্ত বাংলার গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে রাস্তা পাকা করার কাজ হচ্ছিল। কিন্তু স্থানীয় বাসিন্দা আউয়াল মিয়াঁ, জিন্নারুল হক, রাশিদুল হক প্রমুখ জানান, ‘গতকাল রাস্তায় পিচ ঢালা হয়েছে। অথচ আজ সকালে যান চলাচলে সেই পিচ উঠতে শুরু করেছে।’ নিম্নমানের কাজের অভিযোগে তাই আজ কাজ আটকে দিয়ে বিক্ষোভ দেখানো তাঁরা।
তবে ওই কাজের বরাত পাওয়া ঠিকাদারী সংস্থার পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়। ঠিকাদারী সংস্থার পক্ষ থেকে প্রাণেশ চক্রবর্তী জানান, সঠিক মানের কাজই করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন বলেন, ‘ইঞ্জিনিয়ার পাঠিয়ে এবিষয়ে বিষয়ে স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখা হবে। ত্রুটি ধরা পড়লে নিশ্চয়ই পদক্ষেপ নেওয়া হবে।’
সংবাদদাতাঃ পার্থসারথি রায়
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Im2Ezs
February 18, 2019 at 02:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন