বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর সিলেটের বিশ্বনাথের আলোচিত বাসিয়া নদীর বর্জ্য অপসারণ ও খনন করে তীরে রাখা মাটি সরানো হচ্ছে। সোমবার বিকেলে উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে বৈঠক করে এমনটি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার। চলতি মাসের মধ্যেই এগুলো সরাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়। বৈঠকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ড সিলেটের কর্মকর্তা ও খনন কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন অংশ নেন।
প্রসঙ্গত, দখলে-দুষণে মৃতপ্রায় সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী বাসিয়া নদী ১ম ও ২য় দফা খনন কাজে নানা অনিয়মের ন্যায় ৩য় দফা খনন কাজে ও ওঠে নানা অনিয়মের অভিযোগ। খনন করা মাটি নদী তীরে ফেলে নদী তীর আরও ভরাট করা হচ্ছে-এমন অভিযোগ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। খননের নামে বাসিয়া নদীকে নিয়ে কর্তৃপক্ষের এমন তামাশার কাজ ক্ষুব্ধ করে বিশ্বনাথ উপজেলাবাসীকে। তারা বাসিয়ার বর্জ্য অপসারণ ও দু’তীরের মাটি সরানোর জোর দাবী তুলেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2Go8Ap8
February 05, 2019 at 12:20AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন