বিজয় মালিয়াকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিল ব্রিটেন

লন্ডন, ৪ ফেব্রুয়ারিঃ বহু কোটি টাকার ব্যাংক প্রতারণাকাণ্ডে অভিযুক্ত বিজয় মালিয়াকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিল ব্রিটেন। সোমবার মালিয়ার প্রত্যর্পণের নথিতে স্বাক্ষর করেন সে দেশের স্বরাষ্ট্রসচিব সাজিদ জাভিদ। খুব শিগগিরই তাকে ভারতে ফেরানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

গত ডিসেম্বরের প্রথমদিকে ফেরার বিজয় মালিয়াকে ভারতের হাতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল ব্রিটেনের ওয়েস্টমিনস্টার আদালত। এরপরে বিষয়টি অনুমোদনের জন্য সে দেশের স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠানো হয়।

অর্থ তছরুপ ও প্রায় ৯০০০ কোটি টাকা ঋণখেলাপের মামলা ঝুলছে প্রাক্তন কিংফিসার কর্তা বিজয় মালিয়ার বিরুদ্ধে। সিবিআই-এর লুক আউট নোটিশের ফাঁক গলে ২০১৬ সালের মার্চ মাসে দেশ ছাড়েন তিনি। বর্তমানে লন্ডনে আছেন ফেরার এই শিল্পপতি। তাঁকে দেশে ফেরানোর জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা চালাচ্ছে সিবিআই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2S7vYye

February 04, 2019 at 10:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top