হেলাপাকড়ি, ৪ ফেব্রুয়ারিঃ ৮ ফেব্রুয়ারি ময়নাগুড়ির চূড়াভান্ডারে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপলক্ষ্যে হেলাপাকড়ি বাজারের বিভিন্ন এলাকায় বিজেপির তরফে বেশ কিছু ফ্লেক্স টাঙানো হয়েছিল। নরেন্দ্র মোদির ছবি সম্বলিত সেই ফ্লেক্স ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য তথা স্থানীয় নেতা নেপাল রায়ের অভিযোগ, সোমবার সন্ধ্যায় হেলাপাকড়ি বাজারে তৃণমূলের তরফে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল শেষে কয়েকজন তৃণমূল কর্মী বিজেপির ফ্লেক্স ছিঁড়ে পুড়িয়ে দেয়। এনিয়ে বিজেপির তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন নেপালবাবু।
যদিও ফ্লেক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ময়নাগুড়ি-২ নম্বর ব্লক সহ সভাপতি সুনীল বসাক। তিনি বলেন, ‘রাজ্যে ক্ষমতা দখলের জন্য তৃণমূলের বিরুদ্ধে নানাভাবে চক্রান্ত করছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে বিজেপি।’
সংবাদদাতাঃ উৎপল সেন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2HR4s3t
February 04, 2019 at 10:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন