দিল্লিতে আত্মঘাতী সেনা ক্যাপ্টেন

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারিঃ দিল্লির বসন্ত বিহারে আত্মঘাতী এক সেনা ক্যাপ্টেন। মৃত সেনা অফিসারের নাম ক্যাপ্টেন জয়ন্ত কুমার (৪৭)। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও হঠাত্‍ কী কারণে ওই সেনা আধিকারিক আত্মহত্যা করলেন, তা এখনও জানা যায়নি।

দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহারে সরকারি বাংলোয় একাই থাকতেন ক্যাপ্টেন জয়ন্ত কুমার। তাঁর সহকর্মীরা প্রথমে তাঁর মৃতদেহ দেখতে পান। নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তদন্ত শুরু করেছেন দক্ষিণ-পশ্চিম দিল্লির ডিসিপি দেবেন্দ্র আর্য্য।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2U6xbmi

February 24, 2019 at 12:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top