মুম্বাই, ২৪ ফেব্রুয়ারি- ১৯৯৯ সালে হাম দিল দে চুকে সনম তৈরি করেন বানসালি। এতে অভিনয় করেন সালমান খান। আরও ছিলেন ঐশ্বরিয়া রাই ও অজয় দেবগন। সেসময় বক্স অফিসে ঝড় তোলে ছবিটি। তবে এরপর থেকে বানসালির আর কোনো ছবিতে কাজ করা হয়নি সালমানের। সেই থেকেই এই অভিনেতা-পরিচালক জুটির যৌথ কাজ দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। যদিও সাঁওরিয়ায় অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল বলিউড ব্যাচেলর-কে। কিন্তু সে তো দুধের সাধ ঘোলে মেটানো! এবার সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। দীর্ঘ ২০ বছর পর ফের একসঙ্গে কাজ করছেন সালমান-বানসালি। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লাভ স্টোরি নির্ভর একটি ছবিতে ২০ বছর পর আবার একসঙ্গে দেখা যাবে পরিচালক সঞ্জয়লীলা বানসালি ও বলিউড সুপারস্টার সালমান খানকে। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি। বানসালি প্রোডাকশনসের সিইও প্রেরণা সিং জানিয়েছেন, নতুন এই ছবিটাও লাভ স্টোরি! তবে সালমানের নায়িকা কে হবেন, তা নিয়ে মুখ খোলেননি তিনি। জানা গেছে, এ বছরের মাঝামাঝিতে শুরু হবে ছবির শ্যুটিং। ছবি মুক্তি পাবে আগামী বছর।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Tg7ouP
February 24, 2019 at 06:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top