কলকাতা, ১৯ ফেব্রুয়ারি- মাত্র ২ বছরের মধ্যে রাজ্য সরকারের সহযোগিতায় তৈরি হয়েছে রাজারহাটে প্রেসিডেন্সির দ্বিতীয় ক্যাম্পাস৷ সেই নতুন ক্যাম্পাসের উদ্বোধনে গিয়ে নাম না করে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি এদিন বলেন, করে দেখানোটা আজকের দিনে বড় কথা৷ মুখে বললাম আর করলাম না, শুধু ভাষণের ছড়াছড়ি কিন্তু কাজ কিছু হল না৷ তাতে কিছু লাভ নেই৷ যেটা বলব সেটা সময়ের আগে শেষ করব, এটাই সাফল্য৷ মোদীর সরকারের বিরুদ্ধে মমতা বরাবর এই একই অভিযোগ করে আসেন, বিজেপি শুধু ভাষণ দেয়, বড় বড় কথা বলে৷ কিন্তু কাজের নামে লবডঙ্কা৷ ভোট আসলেই ওরা মাঠে নামে আর ভোট শেষ হতেই আর খুঁজে পাওয়া যায় না৷ এদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধনে গিয়েও তার অন্যথা হয়নি৷ নাম না করেও বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়াতে ভোলেননি তিনি৷ এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করেও মোদী সরকারকে আক্রমণ করেছেন মমতা৷ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় সুযোগ নিচ্ছে বিজেপি বলেও অভিযোগ করেন তিনি৷ তিনি প্রশ্ন তোলেন, আগেই মার্কিন সংস্থা রিপোর্ট দিয়েছিল৷ তাও কেন একই পথে এত সেনা জওয়ানের গাড়ি পাঠানো হল? শুধু তাই নয় এদিন মমতা পুলওয়ামায় জওয়ান নিহতের ঘটনায় সরাসরি বিজেপিকে আক্রমণ করে বলেন, বিজেপি আরএসএস দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে৷ প্রেসিডেন্সি নিয়ে বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, অক্সফোর্ড, হাভার্ডের মত প্রেসিডেন্সিকেও বাংলার গর্বের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে৷ সকলে যেন হাভার্ড, অক্সফোর্ডের মত একই সারিতে প্রেসিডেন্সির নামোচ্চার করে৷ তবেই আমার স্বপ্ন সার্থক হবে৷ শুধু তাই নয়, প্রেসিডেন্সির প্রফেসররা যাতে রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়গুলিতে গিয়ে পড়ানোর সুযোগ পান সে বিষয়টিও দেখছে উচ্চশিক্ষা দফতর৷ মুখ্যমন্ত্রীর কথায়, প্রেসিডেন্সি একটা নাম৷ এখানকার প্রফেসররা অন্যত্র গিয়ে পড়ালে তারাও গর্ব বোধ করবে৷ মুখ্যমন্ত্রীর কথায়, বাংলার শিক্ষাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে৷ যাতে বাংলার ছেলে-মেয়েদের বাইরে না যেতে হয়৷ তাই যা প্রয়োজন রাজ্য সরকার তা করবে৷ আরও লাগবে দেব৷ প্রেসিডেন্সি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্সকে বিনে পয়সায় জমি দিয়ে সহায়তা করেছে রাজ্য৷ আর্থিক সাহার্যও করা হয়েছে৷ তেমন রাজ্যের উন্নয়নে সরাকার পাশে থাকবে বলেই এদিন আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এমএ/ ০২:২২/ ১৯ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2XaUdKI
February 19, 2019 at 08:25AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন