রতুয়ায় চলছে নতুন ভোট যন্ত্রের সাথে পরিচিরিকরণ

সামসী, ১ ফেব্রুয়ারিঃ নির্বাচন কমিশনের নির্দেশে জোর কদমে চলছে লোকসভা ভোটের জন্য নতুন ভোটযন্ত্রের পরিচিতিকরণ। এই উপলক্ষে আজ রতুয়া ১ ব্লকে এক বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কর্মাধক্ষ্য পায়েল খাতুন সহ জেলাপরিষদ সদস্য হুমায়ুন কবীর বাজনা এবং রতুয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হামিদা বানু। রতুয়া ১ ব্লকের বিডিও অর্জুন পাল স্বয়ং তাদের নতুন ভোটযন্ত্রের ব্যবহার সম্পর্কে অবহিত করান। এবারের লোকসভা ভোটে প্রথমবার সব বুথে ভিভিপ্যাট যন্ত্র ব্যবহৃত হচ্ছে। ইভিএমের সাথে লাগানো এই ভিভিপ্যাটে ভোটদাতা নিজের ভোট সঠিক চিহ্নে পড়ল কিনা তা সাত সেকেন্ডের জন্য দেখতে পাবেন। বিগত নির্বাচনগুলিতে কারচুপির অভিযোগের ফলস্বরূপ নির্বাচন কমিশন এবার এই ভিভিপ্যাট যন্ত্র বাধ্যতামূলক করেছে। রতুয়া ব্লকে এই উদ্দেশ্যে একটি স্থায়ী ডেমো সেন্টার তৈরী করা হয়েছে। প্রতিদিনই প্রচুর সংখ্যক মানুষ নতুন ভোটযন্ত্রের ব্যবহার দেখতে আসছেন। ব্লক সূত্রের খবর, ইতি মধ্যেই প্রায় ছয় হাজারেরও বেশী লোক এই নতুন ব্যবস্থার সাথে পরিচিত হয়েছেন। নতুন এই ব্যবস্থার প্রদর্শন চলবে ভোটের দুদিন আগে পর্যন্ত।

সংবাদদাতাঃ মুরতুজ আলম

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2UybnzU

February 01, 2019 at 05:53PM
01 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top