ধুবড়ি, ২৫ ফেব্রুয়ারিঃ অসমের অন্যান্য জায়গার সঙ্গে সঙ্গে ধুবড়িতেও আগামী ১লা মার্চ থেকে শুরু হতে চলেছে গৃহপালিত পশু পাখিদের শুমারি। বর্তমান প্রযুক্তির সাথে তালে তাল মিলিয়ে এই বছর সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে এই কাজ সম্পন্ন করা হবে। ধুবড়ি জেলা পশু পালন এবং পশু চিকিৎসা বিভাগের পরিচালনায় আজকে এই বিষয়ক একটি এক দিবসীয় প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধুবড়ি জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক বিকাশ শর্মা। ধুবড়ি মহকুমা পশুপালন আধিকারিক ডঃ আনোয়ার হোসেন মোল্লা জানান, এই প্রশিক্ষণ কর্মসূচিতে ৭৯ জন গণনাকারী এবং ১২ জন সুপারভাইজার অংশগ্রহণ করছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SWTeQ7
February 25, 2019 at 08:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন