মুম্বাই, ২৫ ফেব্রুয়ারি- পুলিশে এফআইআর দায়ের হল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে। তার উপর ভিত্তি করে দায়ের হল মামলাও। এক ইভেন্ট কোম্পানি অভিনেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, একটি অনুষ্ঠানে তিনি পারফর্ম করার প্রতিশ্রুতি দিয়েও করেননি। সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩০ সেপ্টেম্বর দিল্লির একটি অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল অভিনেত্রী সোনাক্ষী সিনহার। এর জন্য তিনি ৩৭ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু তিনি সেই অনুষ্ঠানে পারফর্ম করেননি। শেষ মুহূর্তে বেঁকে বসেন তিনি। ইভেন্ট অর্গানাইজাররা বলেছিলেন, সোনাক্ষী যদি পারফর্ম না করেন, তাহলে তাদের অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। কিন্তু তাতেও রাজি হননি অভিনেত্রী। সেই কারণেই ২৪ নভেম্বর একটি অভিযোগ দায়ের হয়েছিল। তার উপর ভিত্তি করে গতকাল মামলা দায়ের করা হয়। সোনাক্ষীর টিম অবশ্য এনিয়ে এখনও কোনও মন্তব্য করেনি। সোনাক্ষীর সঙ্গে আরও চারজনের বিরুদ্ধেও উঠেছে একই অভিযোগ। তাঁদের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। ডিএসপি মোরাদাবাদ গজরাজ এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, সোনাক্ষী সিনহা ছাড়া ওই পাঁচজন হলেন- অভিষেক সিনহা, মালবিকা পাঞ্জাবি, ধুমিল ঠক্কর ও এডগার। সম্প্রতি মুক্তি পেয়েছে টোটাল ধামাল। ছবিতে একটি আইটেম ডান্সে দেখা গিয়েছে সোনাক্ষীকে। গানটি ইনকার ছবির মুংড়ার রিমেক। গানটিতে নেচে সেই যুগে পুরুষ হৃদয়ে হিল্লোল তুলেছিলেন হেলেন। সেই গানের সঙ্গে এবার তাল মেলালেন সোনাক্ষী। কিছুদিন আগে পর্যন্ত চার্ট বাস্টারের প্রথমদিকেই ছিল মুংড়া। এখন প্রথমদিকে না থাকলেও মাঝেমধ্যে উপরের দিকে উঠে আসে গানটি। আরএস/ ২৫ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2U9vBAc
February 26, 2019 at 02:25AM
25 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top