জটেশ্বর, ২৫ ফেব্রুয়ারিঃ মোবাইলে এসএমএসে বিশাল অঙ্কের টাকা চেয়ে এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ারের জটেশ্বরের চৌপথি এলাকার ব্যবসায়ী সন্দীপন ঘোষ দস্তিদার এই হুমকি এসএমএস পেয়েছেন। সন্দীপনবাবুর কাছ থেকে ৫০ লক্ষ টাকা চাওয়া হয়েছে। টাকা না দিলে তাঁকে দেখে নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
সন্দীপনবাবু জানিয়েছেন, রবিবার গভীর রাতে তাঁর কাছে ৫০ লক্ষ টাকা চেয়ে একটি হুমকি এসএমএস আসে। এর কিছুক্ষণ পরেই চৌপথি এলাকায় বোমা বিস্ফোরণ হয়। এই ঘটনার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সোমবার সকালে ফের তাঁর কাছে হুমকি এসএমএস আসে। এসএমএসটি পাওয়ার পরই সন্দীপনবাবু পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন।
ঘটনায় জোড় তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ফালাকাটা থানার আইসি সমীর পাল বলেন, ‘ফোন নম্বরটি পাওয়া গিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।’
সংবাদদাতাঃ শান্ত বর্মন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EuJ3ZT
February 25, 2019 at 08:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন