কলকাতা, ২৬ ফেব্রুয়ারি- দলের মহিলা কর্মীদের নিয়েই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মাসের আট তারিখে সপ্তদশ লকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন তিনি। সোমবার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকেই লোকসভা নির্বাচনে লড়াইয়ের ব্লু-প্রিন্ট তৈরি হয়ে গিয়েছে। বিজেপিকে রুখতে বিভিন্ন নেতাদের মধ্যে দায়িত্বও ভাগ করে দিয়েছেন নেত্রী মমতা। জাতীয় স্তরে জোটের যাত্রাপথ স্থির করতে আগামী কাল ফের দিল্লি রওনা হচ্ছেন তিনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী মাসের আট তারিখ থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের শাখা সংগঠন তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে কলকাতায় মিছিল করে শুরু হবে সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রচার। মধ্য কলকাতার শ্রদ্ধানন্দ পার্ক থেকে শুরু হবে সেই মিছিল। যার নেতৃত্ব দেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ডরিনা ক্রসিং-এর কাছে গিয়ে সেই মিছিল শেষ হবে। অনেক ইতিহাসের সাক্ষী হচ্ছে শিয়ালদহ স্টেশনের কাছে পূরবী সিনেমার পিছন দিকে অবস্থাইত শ্রদ্ধানন্দ পার্ক। একসময়ে এই পার্কের মাঠেই প্রায় নিত্যদিন সভা করতেন সুভাষ চন্দ্র বোস। ইংরেজ বিরোধী তাঁর সভার কারণে নাকি ওই পার্কের মাঠে ঘাস জন্মাতে পারত না। এমনই নানান কাহিনী শোনা যায় শহরের অলিগলিতে। সেই পার্ক থেকেই সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রচার মিছিল শুরু করতে চলেছে ঘাস ফুল শিবির। আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ৪২ টি আসনই চাই : মমতা ব্যানার্জি কেন্দ্রে বিজেপি বিরোধী জোট গঠনে তৎপর হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত তাঁর উদ্যোগেই এক ছাতার তলায় এসেছে বিএজপি বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে পশ্চিমবঙ্গে যে কোনও জোত হচ্ছে না এবং বাংলার সকল আসনে তৃণমূল একাই লড়াই করবে তা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্যসূত্র: kolkata24x7 আরএস/ ২৬ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ebm4Sy
February 26, 2019 at 08:40PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন