ডানলপে বস্তিতে আগুন

কলকাতা, ১২ ফেব্রুয়ারিঃ ডানকুনি স্টেশনের পাশের ঝুপড়িতে আগুন। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে ডানলপ নর্দান পার্কের কাছের বস্তিতে। আগুনের কারণে সাময়িকভাবে ডানকুনি পর্যন্ত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়, কিছুক্ষণের জন্য দমদম লাইনেও ব্যহত হয় ট্রেন চলাচল। এখনও পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে দমকল।

এদিন ভোরে ঝুপড়িতে আগুন লাগলে সেখান থেকে দুটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আগুনের জন্য যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারল না, তাদের জন্য আরেকদিন পরীক্ষার ব্যবস্থা করা হবে। দমকল মন্ত্রীর সঙ্গে কথা বলার পর এদিন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2WTWn1g

February 12, 2019 at 05:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top