বালুরঘাট, ১২ ফেব্রুয়ারিঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে বিশেষ সহায়তা শিবির খোলা হল বালুরঘাট সদর ট্রাফিক পুলিশের তরফে। মঙ্গলবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এদিন পরীক্ষার্থীরা যাতে পরীক্ষাকেন্দ্রগুলিতে নির্বিঘ্নে পৌঁছাতে পারে সেই লক্ষ্যে বালুরঘাট সদর ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরে মোট চারটি পুলিশ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। এ প্রসঙ্গে বালুরঘাট সদর ট্রাফিক ওসি উৎপল চট্টোপাধ্যায় বলেন, শহরের হিলি মোড়, থানা মোড়, রঘুনাথপুর ট্যাংক মোড় ও বাসস্ট্যান্ডের ওই পরীক্ষা সহায়তা কেন্দ্রগুলিতে একাধিক পুলিশ আধিকারিক সহ পুলিশকর্মী ও সিভিক পুলিশ পরীক্ষার্থীদের সাহায্য করছেন। পরীক্ষার্থীদের প্রয়োজনে পরীক্ষাকেন্দ্রগুলিতেও পৌঁছে দেওয়া হয়েছে। পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থীদের যাতে কোনোরকম অসুবিধা না হয় সেজন্য পরীক্ষার শেষ দিন পর্যন্ত পুলিশ সহায়তা কেন্দ্র চালু থাকবে বলে উৎপল বাবু জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের রাস্তা যানজট মুক্ত রাখতে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। পথ নিরাপত্তা জোরদার করতে ট্রাফিক আইন লঙ্ঘনকারী গাড়ি ও বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যঃ সুজয় সরকার
ছবিঃ মাজিদুর সরদার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2WXNvaZ
February 12, 2019 at 05:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন