পরিচালনা নিয়ে নানা বিতর্ক উঠলেও শেষ পর্যন্ত বিশ্বব্যাপী বক্স অফিসে হাসছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ইতিহাস-আশ্রিত ছবি মনিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি। মুক্তির ১০ দিনে ভারতের বক্স অফিসে মনিকর্নিকা সংগ্রহ করেছে ৭৬ কোটি ৬৫ রাখ রুপি। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে সংগ্রহ ২.৮৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। সবমিলিয়ে বিশ্বব্যাপী আয় ১১৫ কোটি রুপি ছাড়িয়েছে। গত ২৫ জানুয়ারি মুক্তি পায় কঙ্গনা রানাউত ও রাজা কৃষ্ণ জগরলামুদি পরিচালিত মনিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি। ভারতের তিন হাজার ও আন্তর্জাতিক বাজারে ৭০০ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি দেওয়া হয় ছবিটি। চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, মনিকর্নিকা ৭৫ কোটি অতিক্রম করেছে। (দ্বিতীয় সপ্তাহে) শুক্রবার ৩.৫০ কোটি, শনিবার ৫.২৫ কোটি ও রোববার ৬.৭৫ কোটি রুপি। সর্বমোট সংগ্রহ : ৭৬.৬৫ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)। মুক্তির এক সপ্তাহে এ ছবির আয় ৬১.১৫ কোটি রুপি, দ্বিতীয় সপ্তাহে ১৫.৫০ কোটি রুপি। সর্বমোট : ৭৬.৬৫ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)। বক্স অফিসে সোনম কাপুর ও অনিল কাপুর অভিনীত এক ল্যাড়কি কো দেখা তো অ্যায়সা লাগার সঙ্গে প্রতিযোগিতা সত্ত্বেও বক্স অফিসে জাদু সৃষ্টি করে চলেছে মনিকর্নিকা। এর ওপর আবার পাইরেসির শিকার ছবিটি। তামিলরকারস নামে একটি ওয়েবসাইটে মনিকর্নিকা বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে। এসব সত্ত্বেও বক্স অফিসে শাসন জারি রেখেছে ছবিটি। ব্রিটিশবিরোধী লড়াইয়ের জন্য স্মরণীয় রানি লক্ষ্মীবাইয়ের জীবনীভিত্তিক ছবি এটি। এতে রানি লক্ষ্মীবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। আর লড়াকু ঝলকারি বাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। এ ছবি দিয়ে বলিউডে পা রাখলেন অঙ্কিতা। ড্যানি ডেনজংপা এই ছবিতে গুলাম গৌজ খানের চরিত্রে অভিনয় করেছেন। এ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অন্যদের মধ্যে রয়েছেন জিশান আইয়ুব, অতুল কুলকার্নি, বৈভব তত্ত্বওয়াদি, সুরেশ ওবেরয় ও কলকাতার যিশু সেনগুপ্ত। ছবিটি প্রযোজনা করেছেন কমল জৈন। চিত্রনাট্য লিখেছেন বাহুবলি খ্যাত কেভি বিজয়েন্দ্র প্রসাদ। আর/০৮:১৪/০৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2HW8mI6
February 06, 2019 at 03:18PM
06 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top