একদিনের আয় শহিদ জওয়ানদের পরিবারকে দিতে চান চা বিক্রেতা

আহমেদাবাদ, ১৭ ফেব্রুয়ারিঃ পুলওয়ামায় শহিদ জওয়ানদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই এগিয়ে এসছেন অনেকে। এর মধ্যে সেলিব্রিটিরা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন সাধারণ মানুষ। তবে গুজরাটের আমেদাবাদের এক চা বিক্রেতার তরফে সেনা জওয়ানদের পরিবাকেক পাশে দাঁড়ানোর আর্জি মন কেড়ে নিয়েছে সকলের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই চা বিক্রেতার ছবি। তবে তাঁর নাম জানা যায়নি এখনও।

দোকানের কোনো বালাই নেই। রাস্তার পাশে রাখা রয়েছে ওভেন। তার পাশে সিলিন্ডার। সাইকেলে রয়েছে কাগজের তৈরি চায়ের কাপ। কার্যত রাস্তায় দাঁড়িয়ে চা বিক্রি করেন ওই বিক্রেতা। চা বিক্রি করেই দিন গুজরান করেন তিনি। কিন্তু দারিদ্র কেড়ে নিতে পারেনি মানবিকতা। আর তার জন্যই নিজের একদিনের আয় শহিদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দিতে চান ওই চা বিক্রেতা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GvECjJ

February 17, 2019 at 10:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top