কলকাতা, ১৭ ফেব্রুয়ারি- গত লোকসভা নির্বাচনে প্রবল মোদী হাওয়ায় তাঁর বুক কাঁপেনি৷ রাজ্যজুড়ে দিদির প্রবল পরাক্রমেও তিনি ভয় পাননি৷ কিন্তু এবার কংগ্রেসের সেফ জোন-এ দিদি-মোদী, উভয়েরই যে চোখ পড়েছে তা বুঝতে পারছেন অভিজ্ঞ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালুবাবু৷ যা তাঁর রাতের ঘুমের ভালই বিঘ্ন ঘটাচ্ছে বলে খবর৷ দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রটি মালদহের পাঁচটি ও মুর্শিদাবাদের ফরাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভা নিয়ে গঠিত। এখানে দীর্ঘবছর ধরে কংগ্রেসের একটি ভোট ব্যাঙ্ক আছে। কিন্তু গত কয়েকবছর থেকে জেলার সমীকরণ বদলাতে শুরু করেছে। সমীকরণ সবচেয়ে বেশি বদলেছে দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা এলাকাগুলিতে। পাঁচটি ব্লকের একটিও পঞ্চায়েত সমিতি তারা দখল করতে পারেনি। পায়নি একটি জেলা পরিষদ আসনও। সামান্য কিছু গ্রাম পঞ্চায়েতের বোর্ড তারা দখল করতে পেরেছে। এখানে প্রথম স্থানে উঠে এসেছে তৃণমূল। দ্বিতীয় স্থানে আছে বিজেপি। দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচটি বিধানসভার মাত্র দুজন বিধায়ক এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে আছে। স্বাভাবিকভাবেই ডালুবাবুর কপালে চিন্তার ভাঁজ পড়েছে৷ তাই নির্বাচনের আগে দক্ষিণ মালদহে সাংগঠনিক সভায় জোর দিচ্ছেন বর্ষীয়ান সংসদ সদস্য আবু হাসেম খান চৌধুরী। বৈঠকে সংগঠনের হালহকিকত বিস্তরিত যেমন জানছেন সেইসঙ্গে সংগঠন মজবুত করার জন্যও পদক্ষেপ করছেন। তিনি নিজে স্বীকার না করলেও ঘনিষ্ট মহল জানাচ্ছে, এবার ভোটে খুব একটা স্বস্তিতে নেই তিনি৷ আর এই অস্বস্তির যথেষ্ট কারণ আছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা৷ - Advertisement - এবার পঞ্চায়েত নির্বাচনেও মালদহ জেলায় ৩৮টি জেলা পরিষদের মধ্যে ২৯টিরই দখল নিয়েছে তৃণমূল৷ বিজেপির দখলে রয়েছে ৬টি৷ আর গণিখানের গড় বলে যে জায়গা নিয়ে কংগ্রেসের প্রবল আত্মবিশ্বাস ছিল সেই মালদহেই মাত্র দুটি জেলা পরিষদ গঠন করেছে তারা৷তারউপর ঘরের মেয়ে মৌসমের তৃণমূলে চলে যাওয়া৷সঙ্গে গোষ্ঠীকোন্দল তো রয়েইছে৷ এই সব বুঝেই সাত তাড়াতাড়ি আসরে নেমেছেন প্রাজ্ঞ ডালুবাবু। তিনি নিজেও বুঝতে পারছেন এবার শুধুমাত্র প্রয়াত গনিখান চৌধুরীর নামে ভোট বৈতরণী পার হওয়া কঠিন। এই অবস্থায় দাঁড়িয়ে তাই সংগঠনের হালহকিকত জানতে নিজের কেন্দ্রের অঞ্চল ধরে ধরে বৈঠক করতে শুরু করেছেন ডালুবাবু। সূত্রের খবর, বেশ কিছু জায়গায় সাংগঠনিক রদবদলও করেছেন তিনি। যদিও ডালুবাবুর দাবি, পরিস্থিতি একেবারেই তাঁদের প্রতিকূলে নেই। তিনি বলেন, পঞ্চায়েত ভোট দিয়ে লোকসভা ভোটকে বিচার করা যাবে না। লোকসভা ভোট কোনও স্থানীয় ইস্যুতে হয় না। আর পঞ্চায়েতে তৃণমূল কাউকে ভোট দিতেই দেয়নি৷ কিন্তু লোকসভায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে৷কংগ্রেসের ভোট ব্যাংক আমাদের সঙ্গেই ছিল, আছে এবং থাকবে৷আমি শুধু সাংগঠনিক পরিস্থিতি যাচাই করতে বৈঠক করছি৷ আর/১০:১৪/১৫ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2T2VNPT
February 17, 2019 at 04:54PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.